মুসলিমের জীবনে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য
হিজরী: ১৪৩৭ ইংরেজী: ২০১৬
আবূ সুমাইয়া মতিউর রহমান
দারসুল
রমাদন ২০১৬ |
সকল প্রশংসা বিশ্ব জাহানের রবের জন্য। সলাত ও সালাম বর্ষিত হোক শেষ নাবী সর্বশ্রেষ্ঠ রসূল মুহাম্মাদ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এবং তার পরিবার ও সমস্থ সাহাবা কেরামের প্রতি। মুসলিমের জীবনে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য। রসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর থেকে শিক্ষা কিভাবে রমাদানকে গ্রহন করতে হবে এবং সাহাবীরা কিভাবে রসূল (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)এর সাথে থেকে রমাদান পালন করতেন তা বিস্তারিত জানা। |
---|
এই আলোচনার মূল উদ্দেশ্য হলোঃ
- ১। সাহাবারা রমাদান মুবারক পেলে কিভাবে রমাদান কবুল করাতেন তার উপায়।
- ২। অন্যদের আল্লাহর দ্বীনের দিকে আহব্বান করতে পারে এমন কিছু দাঈ গড়ে তোলা।
- ৩। সকল মুসলিম ভাই/বোনদের মধ্যে দ্বীনী প্রেরণা জাগ্রত করা এবং তাদেরকে দ্বীন শিক্ষায় সুশিক্ষিত করে তোলা।
- ৪। সর্বশেষ ও প্রধান উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাতের পথে এগিয়ে যাওয়া এবং তার কাছেই জান্নাতুল ফেরদৌস কামনা করা।