সহীহ আল-বুখারী
![]() |
তাওহীদ প্রকাশনীর বুখারী এর মুল বৈশিষ্ট্যঃ
|
---|---|
সহীহ বুখারী খন্ডঃ ১ | সহীহ বুখারী খন্ডঃ ২ |
সহীহ বুখারী খন্ডঃ ৩ | সহীহ বুখারী খন্ডঃ ৪ |
সহীহ বুখারী খন্ডঃ ৫ | সহীহ বুখারী খন্ডঃ ৬ |
বিদ্রঃ বুখারী ডাউনলোড এর সময় MEDIAFIRE এর লিঙ্ক OPEN হলে পাশে সবুজ রংয়ের DOWNLOAD Option আসবে সেখানে click করে ডাউনলোড করতে হবে |
![]() |
ইসলামের ইতিহাসে যে ক’জন মনীষী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সুন্নাহ সমুন্নত রাখা ও তা মানব জাতির নিকট পৌঁছে দেওয়ার জন্য অবিস্মরণীয় অবদান রেখে গেছেন, তাদের মধ্যে শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব হলেন ইমাম বুখারী রহ.। তার লিখিত হাদীস গ্রন্থ সহীহ বুখারী আল কুরআনের পরেই সর্বাধিক গ্রহণযোগ্য ও বিশুদ্ধ গ্রন্থ হিসেবে স্বীকৃত। ইমাম বুখারী রহ. ১৯৪ হিজরী ১৩ ই শাওয়াল উজবেকিস্তানের অন্তর্গত বুখারা নামক শহরে জন্মগ্রহণ করেন। তার নাম রাখা হয় মুহাম্মাদ, পরিচিত ছিলেন আবু আব্দুল্লাহ নামে। পিতার নাম ছিলো ইসমাইল। ইমাম বুখারী রহ. মাত্র ২৩ বছর বয়সে ২১৭ হিজরী হারাম শরীফের অভ্যন্তরে বসে এ কালজয়ী গ্রন্থ সংকলন শুরু করেন। তারপর মসজিদে নববীর মিম্বর ও কবরের মধ্যবর্তী ‘বাইজা’ নামক স্থানে বসে সহীহ বুখারীর শিরোনাম সংযোজন করেন। সুদীর্ঘ ১৬ বছর অক্লান্ত ও নিরলস প্রচেষ্টায় ২৩৩ হিজরী সনে সংকলনের কার্যক্রম সমাপ্ত করেন। |
---|---|
বুখারী খন্ডঃ ১ | বুখারী খন্ডঃ ২ |
বুখারী খন্ডঃ ৩ | বুখারী খন্ডঃ ৪ |
বুখারী খন্ডঃ ৫ | বুখারী খন্ডঃ ৬ |
বুখারী খন্ডঃ ৭ | বুখারী খন্ডঃ ৮ |
বুখারী খন্ডঃ ৯ | বুখারী খন্ডঃ ১০ |