Category Archives: ইসলামী সফটও্যার

জেকের কুর’আন [Zekr Quran]

যেকের কুর’আন– আরাবী ও বিশ্বের প্রায় ২২ টি ভাষায় অনুদিত কুর’আনের সফটওয়্যার । এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম এর জন্য একটি সম্পুর্ন আধুনিক ও সহজবোধ্য কুর’আনের সার্চ ইঙ্গিন। এর দ্বারা আপনি বাংলা সহ আরাবী ও অন্যান্য ভাষায় আয়াতের অনুবাদ, শব্দাংশ এক নিমিষেয়ই খুজে বের করতে পারবেন। তাছাড়া এখানে সহজ নেভিগেশান ও বিভিন্ন ক্বারীদের সুমধুর তিলাওয়াত এর অডিও স্ট্রীম করা যার।

এটা সম্পুর্ন ফ্রী একটি প্রজেক্ট। যে কেউ এটার ডেভেলাপ করতে সক্ষম। তাই ডাউনলোড করুন জেকের কুর’আন আর কুর’আর শিক্ষায় টেকনোলজির একধাপ এগিয়ে যান। নিচে ইন্সটলের নিয়মাবলী দেয়া হলঃ

  1. যা যা লাগবেঃ
  • ১. জাভা [JRE 1.5 বা এরও নতুন]

  • ২. উইন্ডোজ XP বা 7- 32 BIT
  • ৩. জেকের কুর’আন সফটওয়্যার [zekr Quran]

 

৪. বাংলা অনুবাদের জন্য ডাউনলোড করুনঃ

জহুরুল হক অনুবাদ

মুহীউদ্দিন খান অনুবাদ

 

#ইন্সটলের নিয়মাবলী#

১.প্রথমে JRE 1.5 টি ইন্সটল করে নিন।

২. এবার ডাউনলোড করা zekr-1.1.0-setup.exe ফাইলটা ইন্সটল করুন।

*. এবার এখানকার ফাইলটি click করে ডাউনলোড করে নিনঃ msvcr100.dll

*. ঐ ফাইলটি copy করে এখানেঃ C:\Windows\System32 – paste করুন।

এবার যেকের কুর’আন open করুন।

৩. বাংলা অনুবাদ দেখার জন্যঃ

প্রথমে–>

এবার অনুবাদের ZIP ফাইলটা browse করে ok করুনঃ

৪. এবার বাংলা অপশন নিয়ে আসুন–>

আলহামদুলিল্লাহ ! জেকের কুর’আন জ্ঞানের এক নতুন পরিধি যোগ করল। আল্লাহ আমাদের এ থেকে বারকাত প্রদান করুন আমিন।